আইপিএল খেলতে ঢাকা ছাড়লেন জাহানারা-সালমা

উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ বা নারী আইপিএলের তৃতীয় আসরে ডাক পেয়েছেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার জাহানারা আলম ও সালমা খাতুন। টুর্নামেন্টে অংশ নিতে আজ বুধবার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাহানারা ও সালমা।

আজ বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটে এমিরেটসের ফ্লাইটে যাত্রা শুরু করেছেন জাহানারা ও সালমা। সংযুক্ত আরব আমিরাতে গিয়ে অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে ছয়দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে তাঁদের। আগামী ২৮ অক্টোবর শুরু হবে মূল টুর্নামেন্টের প্রস্তুতি।

আগামী ৪ নভেম্বর মাঠে গড়াবে নারী আইপিএলের তৃতীয় আসর। আসরে ভেলোসিটির হয়ে খেলবেন জাহানারা। আর ট্রেইলব্লেজার্সের হয়ে খেলবেন প্রথমবার অংশ নিতে যাওয়া সালমা।  

আইপিএল খেলতে যাওয়ার আগে গতকাল মঙ্গলবার সালমা বলেছেন, যেহেতু খুলনায় বসে শুনেছি, সেখানেই অনুশীলন করেছি। জিম, রানিং, ফিটনেস নিয়ে কাজ করেছি। ঢাকায় এসে যে কয়দিন সুযোগ পেয়েছি, সে কয়দিনও নিজেকে প্রস্তুত করতে অনুশীলন করেছি। ক্রিকেট বোর্ড আমাদের সুযোগ দিয়েছে ডে-নাইট অনুশীলন করার, সেটা মোটামুটি ভালো কাজে লেগেছে। প্রস্তুতিটা মোটামুটি অনেক ভালো হয়েছে। যেহেতু এত বড় একটা আসরে যাচ্ছি, নিজের প্রত্যাশাটা অনেক ভালো করার যাতে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি। যেহেতু অলরাউন্ডার হিসেবে যাচ্ছি, সেহেতু দুই বিভাগেই ভালো করার চেষ্টা থাকবে। যেহেতু যেখানে যাচ্ছি সেখানে বাইরের অনেক খেলোয়াড় থাকবে… বড় বড় প্লেয়ার… তাঁদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। সেগুলো শিখে এসে আমাদের দেশে প্রয়োগের চেষ্টা করব।

জাহানারা বলেন, গতবার আমরা চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে গিয়েও হতে পারিনি। নিজেরও আফসোস রয়ে গেছে, ফাইনাল ম্যাচের ফাইনাল ওভারটা। এ ধরনের পরিস্থিতিতে আবার পড়লে নিজের সেরাটা দিয়ে দলের জয়ে অবদান রাখতে হার্ট অ্যান্ড সোল ট্রাই করব।

এক নজরে দেখে নিন মেয়েদের আইপিএলের তিন দল :

সুপারনোভাস : হরমনপ্রীত কৌর (অধিনায়ক), জেমাইমা রদ্রিগেজ (সহ-অধিনায়ক), চামারি আতাপত্তু, প্রিয়া পুনিয়া, রাধা যাদব, অনুজা পাতিল, তানিয়া ভাটিয়া, শশীকলা সিরিওয়ার্ধনে, পুনম যাদব, সাকিরা সেলমান, অরুন্ধতি রেড্ডি,পূজা ভস্ট্রাকার,আয়ুশি সোনি, আয়াবঙ্গা খাকা ও মুসকান মালিক।

ট্রেইলব্লেজার্স : স্মৃতি মন্ধানা (অধিনায়ক), দীপ্তি শর্মা (সহ-অধিনায়ক), পুনম রাউত, রিচা ঘোষ, নুজহাত পারভিন, ডি হেমলতা, রাজেশ্বরী গায়রকোয়াড, হারলিন দেওল, ঝুলন গোস্বামী, সালমা খাতুন, সিমরান দিল বাহাদুর, সফি একেলস্টোন, নাথাকাম চানথাম, ডিয়েন্ড্রা ডটিন ও কাসভি গৌতম।

ভেলোসিটি : মিতালি রাজ (অধিনায়িক), বেদা কৃষ্ণমূর্তি (সহ-অধিনায়িক), শেফালি ভার্মা, সুষমা ভার্মা, একতা বিস্ত, মানসী জোশী, শিখা পান্ডে, দেবিকা বৈদ্য, সুশ্রী দিব্যাদর্শী, মানালি দক্ষিণী, লেই কাসপেরেক, ড্যানিয়েলা ওয়াট, সুনে লুস, জাহানারা আলম ও এম আনাঘা।