ধামইরহাটে পানির দামে পশুর চামড়া বিক্রি

নওগাঁর ধামইরহাটে নাম মাত্র দামে কোরবানির পশুর চামড়া বিক্রি হয়েছে। দাম না পেয়ে যারা কোরবানি দিয়েছেন তাদের অনেককেই চামড়া ফেলে দিতে দেখা গেছে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

উপজেলার আমইতাড়া বাজার, মঙ্গলবাড়ি বাজার, ফতেপুর, রাঙ্গামাটি বাজারে গিয়ে দেখা গেছে- গরুর চামড়া ১৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। ছাগল ও ভেড়ার চামড়া ২০-৩০ টাকায় বিক্রি হলেও কোথাও কোথাও দাম না পেয়ে রাস্তার পাশে ফেলে দিতে দেখা গেছে।

আমইতাড়া বাজারে কোরবানি পশুর চামড়া কিনতে আসা ব্যবসায়ী জগদীশ বলেন, কাঁচা চামড়ার চাহিদা অনেক কম। খুব ভালো হলে গরুর চামড়া ১৫০ থেকে ৩০০ টাকায় কিনছি। আর ভেড়া ও ছাগলের চামড়া ২০ থেকে ৩০ টাকায় বেচাকেনা চলছে।

বাজারে গরুর চামড়া বিক্রি করতে আসা ফারুখ বলেন, ৮০ হাজার টাকার গরুর চামড়া অনেক কষ্টে মাত্র ২০০ টাকায় বিক্রি করেছি। অথচ কয়েক বছর আগে এ ধরনের চামড়া বাজারে চার থেকে পাঁচ হাজার টাকায় কেনাবেচা হয়েছে। চামড়া ব্যবসা এখন সিন্ডিকেটের দখলে চলে গেছে।