রাতে সিনোফার্মের আরও ৩০ লাখ ডোজ টিকা আসছে

চীন থেকে কেনা সিনোফার্মের আরও ৩০ লাখ ডোজ টিকা আসছে দেশে। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে পৃথক ফ্লাইটে টিকা আসার কথা রয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও লাইন ডিরেক্টর ড. শামসুল হক জানান, চীন থেকে বাংলাদেশ সরকারের কেনা ৩০ লাখ ডোজ টিকা রাতে আসছে।

সিনোফার্মের মোট ৪০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। আজ আসছে আরও ৩০ লাখ ডোজ টিকা। গত ২ জুলাই প্রথম ১০ লাখ ডোজ সিনোফার্মের টিকা আসে দেশে। এর পরদিন আরও ১০ লাখ ডোজ টিকা আসে। সবশেষ গত ১৭ জুলাই রাতে দুই চালানে আরও ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছায়।

গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি ৫ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায় চীন। দ্বিতীয় দফায় ১৩ জুন আরও ৬ লাখ টিকা পাঠায়। সব মিলিয়ে মোট ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন।