যশোরের শার্শা উপজেলায় পারিবারিক কলহের জেরে ছয় বছরের মেয়েকে বিষ খাইয়ে হত্যার পর এক মা আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাতে উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের শুড়ারঘোপ গ্রামে এ ঘটনা ঘটে।
শার্শা থানার ওসি বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন-ওই গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে সুমি খাতুন (২৭) ও সুমির মেয়ে আখি মনির (৬)।
সুমির মামা কামরুজ্জামান বলেন, ‘ছাড়াছাড়ির পর সুমি বাবার বাড়ি ছিলেন। তাকে ফের বিয়ে দেওয়ার চেষ্টা হয়। কিন্তু সুমি মেয়েকে অন্য কোথাও রেখে বিয়ে করতে চাননি। এই নিয়ে সুমির সঙ্গে বাবা ও পরিবারের কলহ চলছিল। মঙ্গলবার সন্ধ্যায় সুমি তার মেয়েকে ভাতের সঙ্গে বিয় দেয়। পরে নিজেও খায়।’
যশোর সদর হাসপাতালের চিকিৎসক আব্দুর রশিদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়। আর ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সুমির মৃত্যু হয়।
ওসি বদরুল আলম খান জানান, ঘটনা তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রয়েছে।