হার্ডিঞ্জ পয়েন্টে পদ্মায় স্রোত ঘণ্টায় ১১.৭৪ কিলোমিটার\

পদ্মায় তীব্র স্রোত বইছে। হার্ডিঞ্জ সেতু পয়েন্টে এখন পদ্মায় প্রতি ঘণ্টায় স্রোতের গতিবেগ ১১ দশমিক ৭৪ কিলোমিটার। এ পয়েন্টে বর্তমানে মোট প্রবাহের পরিমাণ ১৯ লাখ ৯১ হাজার ৪৭০ কিউসেক। আর পানির উচ্চতা ১৪ দশমিক ১৩ মিটার।

পানি উন্নয়ন বোর্ডের পাবনা হাইড্রোলজি বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. মোফাজ্জল হোসেন জানান, হার্ডিঞ্জ সেতু পয়েন্টে প্রতি সেকেন্ডে স্রোতের গতিবেগ ৩ দশমিক ২৬২৬ মিটার পরিমাপ করা হয়েছে। অর্থাৎ ঘণ্টায় ১১ দশমিক ৭৪ কিলোমিটার বলে তিনি জানান। হার্ডিঞ্জ সেতু পয়েন্টে পানির উচ্চতা কমেছে।

গতকাল সোমবার পানির উচ্চতা ছিল ১৪ দশমিক ১৩ মিটার। ২১ আগস্ট পানির উচ্চতা উঠেছিল ১৪ দশমিক ২০ মিটার। তবে এ বছর এখনো পানির উচ্চতা বিপৎসীমা অতিক্রম করেনি। হার্ডিঞ্জ সেতু পয়েন্টে বিপৎসীমা হচ্ছে ১৪ দশমিক ২০ মিটার। তিনি জানান, ১৯৯৮ সালে পানির উচ্চতা উঠেছিল ১৫ দশমিক ১৯ মিটার। পানির মোট প্রবাহের পরিমাণ ছিল ২৫ লাখ ৮১ হাজার ১৯৯ কিউসেক।