পঞ্চম ধাপের তফসিল ২৭ নভেম্বর

ঢাকা: ইউনিয়ন পরিষদের (ইউপি) পঞ্চম ধাপের নির্বাচনে তফসিল আগামী ২৭ নভেম্বর জানা যেতে পারে। সোমবার (২২ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) ৯০তম সভা স্থগিত করা হয়েছে।

ইউনিয়ন পরিষদের (ইউপি) পঞ্চম ধাপের নির্বাচনে তফসিল আগামী ২৭ নভেম্বর জানা যেতে পারে। সোমবার (২২ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) ৯০তম সভা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া সভাটি ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।

এদিন ইসি কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য জানান।

তারা জানান, আজ পঞ্চম ধাপের ইউপি ভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। তাই সভাটি স্থগিত করা হয়েছে।

গত ১৫ নভেম্বর সিইসি কে এম নূরুল হুদা জানিয়েছিলেন, পরবর্তী কমিশন সভায় পঞ্চম ধাপের ইউপি ভোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

যেহেতু আজ সিদ্ধান্ত হয়নি তাই ২৭ নভেম্বর পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের তফসিলের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

প্রভাতনিউজ/এবিএস