খেলা: মধ্যাহ্নভোজের এক ওভার আগে নতুন বল নেয় বাংলাদেশ। বিরতির পর তাই স্পিন সরিয়ে পেসারদের আনেন অধিনায়ক মুমিনুল হক। অধিনায়কের আস্থার প্রতিদান দিলেন এবাদত হোসেন। মোহাম্মদ রিজওয়ানকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। ৩৮ বলে ৫ রান করে আউট হন রিজওয়ান।
মধ্যাহ্নভোজের এক ওভার আগে নতুন বল নেয় বাংলাদেশ। বিরতির পর তাই স্পিন সরিয়ে পেসারদের আনেন অধিনায়ক মুমিনুল হক। অধিনায়কের আস্থার প্রতিদান দিলেন এবাদত হোসেন। মোহাম্মদ রিজওয়ানকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। ৩৮ বলে ৫ রান করে আউট হন রিজওয়ান।
দলীয় ২১৭ রানে শতক হাঁকানো আবিদ আলীকেও এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তাইজুল। রিভিউ নিয়েও নিজের উইকেট বাঁচাতে পারেননি আবিদ। সাজঘরে ফিরতে হয়েছে ১৩৩ রান করে। ১২টি চারের পাশাপাশি মেরেছেন দুটি ছক্কা। এর আগে ১১৩ রানের মাথায় প্রথম স্লিপে ক্যাচ দিয়েও বেঁচে যান তিনি।
আবিদ আলীর বিদায়ের পর ক্রিজে এসেই মারমুখী হন পেসার হাসান আলী। তাইজুলের ওভারে এক চার আর এক ছক্কা মেরে তৃতীয় বলে স্ট্যাম্পিংয়ের শিকার হন হাসান আলী। ৮ বলে করেছিলেন ১২। এই ইনিংসে এটি তাইজুলের পঞ্চম উইকেট। টেস্ট ক্যারিয়ারে নবমবারের মতো ৫ উইকেটের দেখা পেয়েছেন এই স্পিনার।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় দিনের শুরুতেই পাকিস্তান শিবিরে তাইজুলের জোড়া আঘাত। দিনের পঞ্চম বলে লেগ বিফোরের ফাঁদে ফেলে আবদুল্লাহ শফিককে ফিরিয়েছেন। আউট হওয়ার আগে করেন ৫২ রান। পরের বলে একই ভঙ্গিতে আউট হয়েছেন আজহার আলী। কিন্তু প্রথমে তাকে আউট দেননি আম্পায়ার। বাংলাদেশ রিভিউ নিলে আম্পায়ার নিজের সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়। ১ বল খেলে কোনো রান করতে পারেননি আজহার।
সকালের শুরুতেই দুই উইকেট হারিয়ে তৃতীয় উইকেট জুটিতে সাবধানী ছিলেন আবিদ আলী এবং বাবর আজম। এ সময় ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি পূর্ণ করে ফেলেন পাক এই ওপেনার। ২০৯ বল খেলে সেঞ্চুরি পেলেন তিনি। চার মেরেছেন নয়টা, ছক্কা দুটি।
দলীয় ১৬৯ রানে মিরাজের দ্রুতগতির বল বুঝতেই পারেননি পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ব্যক্তিগত ১০ রান তুলতেই মিরাজের ঘূর্ণিতে বোল্ড হন বাবর। বাবর আজম ফেরার পর ক্রিজে আসেন ফাওয়াদ আলম। তাইজুলের ঘূর্ণিতে তিনিও বেশিক্ষণ টিকতে পারলেন না। তাইজুলের বলে রক্ষণাত্মকভাবে খেলতে গিয়ে ব্যাট-প্যাডে লেগে উইকেটের পেছনে লিটনকে ক্যাচ দিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তার ব্যাট থেকে আসে ১৫ বলে ৮ রান। আব্দুল্লাহ শফিক, আজহার আলীর পর তাইজুলের তৃতীয় শিকার ফাওয়াদ।
চার উইকেট হারিয়ে সতর্ক হল পাকিস্তান। বাংলাদেশি স্পিনারদের দেখেশুনে মোকাবেলা করছেন আবিদ-রিজওয়ান। ৮৮তম ওভারে তাইজুলকে চার মেরে দলীয় রান ২০০ ছাড়িয়েছেন আবিদ আলী।
৮৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ২০৩ রান। এই ওভার শেষেই মধ্যাহ্নভোজের বিরতিতে গিয়েছে দুই দল। ২৬৯ বলে ১২৭ রান তুলেছেন আবিদ আলী। ওদিকে ৩১ বলে ৫ রান নিয়ে অপরাজিত মোহাম্মদ রিজওয়ান।
প্রভাতনিউজ/এবিএস