বিয়ের সিদ্ধান্তে সোনাক্ষী

ঢাকা: বলিউড জুড়ে এখন বিয়ের ধুম। রাজকুমার রাও-পত্রলেখা এবং আদিত্য শীল-অনুষ্কা রঞ্জনের বিয়ের পর, অনুরাগীরা অধীরে অপেক্ষা করে আছেন কবে গাঁটছড়া বাঁধবেন ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল আর আলিয়া ভাট-রণবীর কাপুর। আর এসবের মাঝেই আরেক বলি সুন্দরীর বিয়ের খবর মিলল।

জানা গেছে, খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। পুরনো প্রেমিকের সাথেই এবার গাঁটছড়া বাঁধতে রাজি হয়েছেন ‘দাবাং’ অভিনেত্রী। সূত্রের খবর অনুযায়ী বয়ফ্রেন্ড ও সেলেব্রিটি ম্যানেজার বান্টি সাজদেহকে বিয়ে করতে মত দিয়েছেন সুন্দরী!

২০১২ সাল থেকে বান্টির সাথে সম্পর্কে আছেন সোনাক্ষী। তবে, নিজেদের মুখে সম্পর্কের কথা স্বীকার করেননি কেউই। কিন্তু বলিউডের বিভিন্ন পার্টিতে একসঙ্গে হাজির হন তারা। জানা যায়, সোনাক্ষীর পরিবারও বেশ পছন্দ করেন বান্টিকে মেয়ের জন্য আদর্শ পাত্র হিসেবে। তবে, আগামী বছরে বিয়ে হওয়ার সম্ভাবনা নেই তাদের। বরং ২০২৩ কিংবা ২০২৪ সালে গাঁটছড়া বাঁধতে পারেন তারা!

প্রভাতনিউজ/এবিএস