দারুণ জয়ে শীর্ষস্থান মজবুত করল রিয়াল

রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল রিয়াল মাদ্রিদ। লা লিগায় ১৬ ম্যাচে ১২ জয় ও তিন ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল।

রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল রিয়াল মাদ্রিদ। লা লিগায় ১৬ ম্যাচে ১২ জয় ও তিন ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল।

গতকাল শনিবার রাতে সোসিয়েদাদের মাঠে ২-০ গোলে জিতেছে রিয়াল।

ম্যাচের শুরুতে অবশ্য তেমন সুবিধা করতে পারছিল না রিয়াল। তবে বিরতির পর মাঠে নেমেই ছন্দ খুঁজে পায় তারা। ৪৭ মিনিটেই দলকে এগিয়ে নেন ভিনিসিউস জুনিয়র। এরপর ৫৭তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরোর নেওয়া কর্নার কিকে মাথা ছুঁইয়ে রিয়ালকে ২-০ গোলে এগিয়ে দেন সার্বিয়ান ফরোয়ার্ড জভিচ। জয় নিশ্চিত হয়ে যাওয়ার পর আরও অনেক গোলের চেষ্টা করলেও গোলের দেখা পায়নি রিয়াল। তাই স্কোরলাইনটা ২-০ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে কোচ কার্লো অ্যানচেলত্তির দলকে।

পুরো ম্যাচে গোলের উদ্দেশ্যে ১১টি শট নিয়েও সফল হতে পারেনি সোসিয়েদাদ। আর রিয়ালের ১৩ শটের ৮টিই ছিল গোলমুখে।

প্রভাতনিউজ/এনজে