মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল রোবাবার শহিদ বুদ্দিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজ উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার.থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাফিউল ইসলাম,সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী,সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দিন মন্ডল, প্রমুখ। এসময় বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান প্রধানগণ,মুক্তিযোদ্ধাগণ,শিক্ষক-শিক্ষিকা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভায় দিবসটি উদযাপনে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়।
প্রভাতনিউজ/এবিএস