ইরফান ও তার সহযোগীর বিরুদ্ধে র্যাবের চারটি মামলা

অন্ত্র, মাদক ও ওয়াকিটকিসহ গ্রেফতার হওয়া ডিএসসিসির ওয়ার্ড কাউন্সিলর মো: ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করেছে র‍্যাব। অস্ত্র ও মাদক আইনে মামলাগুলো দায়ের করা হয়েছে।

গতকাল রাতে রাজধানীর চকবাজার থানায় মামলা দায়ের করা হয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুত হাওলাদার জানান মো: ইরফান সেলিম ও তার দেহরক্ষী মো: জাহিদকে গ্রেফতারের পর অস্ত্র ও মাদক আইনে দুজনের নামে পৃথক দুটিসহ মোট চারটি মামলা দায়ের করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মামলায় ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদ কারাগারে থাকায় র‍্যাবের ৪ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে ধানমন্ডি থানায় সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে মো: ইরফান সেলিমের বিরুদ্ধে মামলা করেন মারধরের শিকার হওয়া নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খান।