যা ঘটতো ইরফানের টর্চার সেলে

হ্যান্ডকাফ পড়িয়ে, বেঁধে হকিস্টিক দিয়ে পিটাতেন ইরফান ও তার সাঙ্গপাঙ্গরা। কাজ হাসিল করতে এমন কতজনকে নির্যাতন করা হয়েছে তার হিসাব নেই। হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম রাজধানীর চকবাজারের মদিনা আশিক টাওয়ারে গড়ে তুলেছিলেন টর্চার সেল। গোয়েন্দাদের কাছ থেকে এসব তথ্য পাওয়া গেছে। ইরফানের জেল হওয়ার পরও আতঙ্কে মুখ খুলছেন না কেউ।

পুরান ঢাকার ব্যস্ততম এলাকা চকবাজার। এখানেই সংসদ সদস্য হাজী সেলিমের মদিনা আশিক টাওয়ার।

সোমবার আশিক টাওয়ারে অভিযান চালিয়ে খোঁজ মেলে হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমের টর্চার সেলের। পাওয়া যায় হ্যান্ডকাফ, ছুরি, হকিস্টিক, হাড়, ইলেকেট্রিক শক দেয়ার সরঞ্জাম ও ইয়াবা।

এর আগে তার বাসায় অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত ওয়াকিটকি উদ্ধার করা হয়। গোয়েন্দারা বলছে, ইরফান সেলিম এলাকায় আধিপত্য ধরে রাখতে গড়ে তুলেছেন টর্চার সেল বিভিন্ন জনের ওপর চালিয়েছেন নির্যাতন।

র‍্যাব বলছে, টর্চার সেলে প্রায়ই পার্টির আয়োজন হতো। এসব পার্টিতে চলতো মাদক সেবন।

ইরফানের জেল হওয়ার পরও মদিনা আশিক টাওয়ারের আশপাশের মানুষ এখনও আতঙ্কে রয়েছে। টর্চার সেলের খবরে এ এলাকায় ক্রেতা সমাগমও কমেছে।

র‍্যাব জানাচ্ছে, ইরফানের টর্চার সেলে সহায়তাকারীদের খোঁজা হচ্ছে। তাদেরও আনা হবে আইনের আওতায়।