সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হানের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত এসআই আকবরের পালিয়ে যাওয়ার ঘটনায় একাধিক কর্মকর্তার গাফিলতির প্রমান মিলেছে পুলিশ সদর দপ্তরের তদন্তে। তিন সদস্যের তদন্ত কমিটি আজ তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে যাদের গাফিলতি পাওয়া গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
১৯ অক্টোবর এআইজি মোহাম্মদ আইয়ুবকে প্রধান করে পুলিশের ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। রায়হানকে বন্দরবাজার ফাঁড়িতে এনে নির্যাতনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তদন্ত কমিটির সুপারিশে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আকবরসহ ৭ জনকে বরখাস্ত ও প্রত্যাহার করা হয়।
এর মধ্যে কনস্টেবল টিটু চন্দ্র দাস ও হারুনুর রশিদকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়া হয়েছে। রায়হান হত্যার সমালোচনার মুখে ২২ অক্টোবর সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়াকে বদলি করা হয়, নিয়োগ দেয়া হয় নতুন কমিশনার।
সিলেট নগরীর আখালিয়ার এলাকার বাসিন্দা রায়হান আহমদকে ১১ অক্টোবর ভোরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে এনে নির্যাতন করা হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।