পূর্ব শত্রুতার জের ধরে মাগুরায় মাসুদ হোসেন (৩০) নামের এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে এক সন্ত্রাসী। মাসুদ হোসেন মাগুরা সদরের সাচানী গ্রামের আবু দাউদের পুত্র।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, আজ রোববার সকাল ১০টার দিকে মাগুরা সদরের সাচানী গ্রামের আবু দাউদের পুত্র মাসুদ হোসেনকে কুপিয়ে হত্যা করেছে কাজল নামের এক মাদকাসক্ত সন্ত্রাসী।
তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারনা। সকালে বাড়ির সামনের দোকানে বসা অবস্থায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করলে হাসপাতালে আনার পথে সে মারা যায়। লাশের ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।