সুপার ওভারে পাকিস্তানকে হারালো জিম্বাবুয়ে

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হার আগেই নিশ্চিত হয়েছে সফরকারী জিম্বাবুয়ের। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

পাকিস্তানের নিয়ম রক্ষার ম্যাচ হলেও জিম্বাবুয়ের জন্য ছিল মান বাঁচানোর। শেষ ম্যাচটায় ঠিকই মান বাঁচালো সফরকারীরা। সুপার ওভারে ম্যাচ জিতে নেয় জিম্বাবুয়ে।ব্লেসিং মুজারাবানির করা সুপার ওভারে আগে ব্যাট করে ২ উইকেটে হারিয়ে মাত্র ৩ রান তোলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে মাত্র ৩ বলেই জয় তুলে নেয় জিম্বাবুয়ে।

দুপুরে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ব্যাট করতে নেমে মাত্র ২২ রানেই টপ-অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে বিপাকে পড়ে সফরকারীরা।

এই ধ্বস সামলে দলকে এগিয়ে নেন ব্রেন্ডন টেইলর ও শেন উইলিয়ামস। টেইলরের ৫৬ (৬৮), উইলিয়ামসের ১৩৫ বলে অপরাজিত ১১৮ রানের সঙ্গে সিকান্দার রাজার ৪৫ (৩৬) ও ওয়েসলে মাধভেরের ৩৩ রানে ভর করে ৬ উইকেটে ২৭৮ রান তুলে জিম্বাবুয়ে।

পাকিস্তানের হয়ে ৫ উইকেট নেন মোহাম্মদ হাসনাইন, ১ উইকেট নেন ওয়াহাব রিয়াজ।

জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের পেসারদের তোপের মুখে পড়ে পাকিস্তানের ব্যাটাররা। মুজারাবানি, নাগারভাদের একের পর এক উইকেট নেয়া দিশেহারা হয়ে পড়ে স্বাগতিকরা।

তবে অধিনায়ক বাবর আজমের ব্যাটে ভর করে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় পাকিস্তান। তাকে দারুণ সঙ্গ দিয়ে অর্ধশতক (৫২) তুলে নেন ওয়াহাব রিয়াজ।

রিয়াজের বিদায়ের পরও বাবর একাই লড়েন। কিন্তু দূর্ভাগ্য, মুজারাবানির শর্ট বল উইকেট রক্ষকের উপর দিয়ে পার করতে গিয়ে ক্যাচ দেন ব্রেন্ডন টেইলরের হাতে।

শেষের ওভারে ১২ রান লাগলে শেষ বলে গিয়ে দাঁড়ায় জয়ের জন্য ৫ রান। স্ট্রাইকে থাকা মোহাম্মদ মুসা এক্সট্রা কভার দিয়ে চার হাঁকালেই ম্যাচ টাই হয়। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটি ৩৯তম টাই।