রোহিঙ্গা ডাকাত বাহিনীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্প সংলগ্ন এলাকায় রোহিঙ্গা ডাকাতদল ‘জকির বাহিনীর’ গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান টেকনাফ থানার ওসি মো: হাফিজুর রহমান।

নিহত আব্দুর শুক্কুর (৩০) হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবুল বশরের ছেলে।

ওসি হাফিজুর বলেন, সকালে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন জাদিমুরা এলাকায় রোহিঙ্গা ডাকাতদল ‘জকির বাহিনীর’ সন্ত্রাসীরা একা পেয়ে বাংলাদেশি স্থানীয় যুবক আব্দুর শুক্কুরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেছে।

ওসি আরও বলেন, স্থানীয় যুবক আব্দুর শুক্কুর র‌্যাবের সোর্স হিসেবে তথ্য সরবরাহ করত। এ নিয়ে রোহিঙ্গা ডাকাতদল জকির বাহিনীর সদস্যরা তার ওপর ক্ষিপ্ত ছিল। বৃহস্পতিবার সকালে কক্সবাজার-টেকনাফ সড়কের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন জাদিমুরা এলাকায় সড়কের ওপর একা পেয়ে ‘জকির বাহিনীর’ প্রধান জকিরের নেতৃত্বে একদল সন্ত্রাসী আব্দুর শুক্কুরকে গুলি করেছে।

ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান হাফিজুর।

ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।