তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে সারা বিশ্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি প্রশংসিত হচ্ছে তখন সরকারের সাফল্যকে নস্যাত করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একের পর এক অসংলগ্ন ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন, যা অনাকাঙ্ক্ষিত ও উস্কানিমূলক। দেশের জনগণ অতীতের মতো এসব অপপ্রচারকে ঘৃণাভরে প্রত্যাখান করবে।
আজ সোমবার (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ৯০এর গণ-আন্দোলনের শহীদ নূর হোসেনের স্মরণে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, নূর হোসেন ছিলেন অবরুদ্ধ গণতন্ত্রের মুক্তির দূত। নূর হোসেন একটি ইতিহাস। নূর হোসেন আগামীর চিরন্তন প্রেরণা। নূর হোসেনরা রক্ত দিয়ে জীবন দিয়ে প্রতিষ্ঠিত করে গেছেন জাতির পিতার নেতৃত্বে অর্জিত স্বাধীন বাংলাদেশে কোন স্বৈরাচারের স্থান নেই। জিয়াউর রহমান, এরশাদের মতো স্বৈরাচাররা তাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।
সংগঠনের সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন কামাল চৌধুরী, বলরাম পোদ্দার, অরুণ সরকার রানা, সাংবাদিক মানিক লাল ঘোষ, হুমায়ূন কবির মিঝি প্রমুখ।