ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের শিরোপা জিতেছে সালমা খাতুনের দল ট্রেইলব্লেজার্স। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ফাইনালে তারা ১৬ রানে হারিয়েছে সুপারনোভাসকে।
রোববার রাতে নারী আইপিএলের খ্যাত এই টুর্নামেন্টের ফাইনালে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১১৮ রান তোলে ট্রেইলব্লেজার্স।
সংযুক্ত আরব আমিরাতের শারজায় দলের পক্ষে স্মৃতি মানধানা ৬৮, ডিয়েন্ড্রা ডোটিন ২০ ও রিচা ঘোষ করেন ১০ রান।
ব্যাট করতে নেমে মাত্র ১১৯ রানের লক্ষ্যই পার হতে পারেনি সুপারনোভাস। সালমা-দীপ্তি শর্মাদের বোলিং তোপে শুরু থেকেই উইকেট হারাতে থাকে তারা।
শেষ পর্যন্ত ৭ উইকেটে ১০২ রান তোলে সুপারনোভাস।
বল হাতে সালমা খাতুন ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট।