বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি ঘোড়া ও ১০টি কুকুর উপহার দিল ভারত

বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি ঘোড়া ও ১০টি কুকুর দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। আজ মঙ্গলবার যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এসব ঘোড়া ও কুকুর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এ সময় বাংলাদেশে সেনাবাহিনীর পক্ষে মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির ও ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল এন এস নয়েনদেভ সিংহ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়াগুলো সেনাবাহিনীর গার্ড অব অনারের কাজে ও কুকুরগুলো মাদক ও দুষ্কৃতকারী শনাক্তের কাজে ব্যবহার করা হবে।

৪৯ বিজিবি ব্যাটালিয়েনের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, ভারতের মিরাট সেনানিবাস থেকে ঘোড়া ও  কুকুরগুলো প্রথমে কলকাতার চাসাড়া সেনানিবাসে আনা হয়। পরে আজ বেলা সাড়ে ১১টার দিকে পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পে আনা হয়। সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ঘোড়া ও কুকরগুলো হস্তান্তর করা হয়। দ্বিতীয় চালানের ঘোড়া ও কুকুরগুলো আজ বাংলাদেশে এলো।

এর আগে ২০১৯ সালের ৭ ডিসেম্বরে ১০টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর উপহার দিয়েছিল ভারত। পরে সেনাবাহিনীর ট্রাকে ঘোড়া ও কুকুরগুলো ঢাকা সেনানিবাসের উদ্দেশে রওনা দেয়।