ভারতীয় চন্দন কাঠের বড় চালান আটক

যশোরের শার্শা উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড় থেকে এক ট্রাক ভারতীয় চন্দন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড় থেকে ১ টন ৪০ কেজি ওজনের এ চালানটি আটক করা হয়। আটক চন্দন কাঠের মূল্য ১ কোটি ৫৬ লাখ টাকা বলে বিজিবি জানায়।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে: কর্নেল সেলিম রেজা জানান, ভারত থেকে পাচার হয়ে বিপুল পরিমাণ চন্দন কাঠ সাতক্ষীরা থেকে ঢাকা যাচ্ছে। এমন গোপন সংবাদ পেয়ে উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড়ে অভিযান চালিয়ে ঢাকা মেট্রো অ-১৪-০৫৭৩ নং একটি কাভার্ডভ্যান আটক করা হয়। পরে ওই কাভার্ডভ্যানটি তল্লাশি করে ১ টন ৪০ কেজি চন্দন কাঠ জব্দ করা হয়। 

জব্দকৃত চন্দন কাঠের মূল্য ১ কোটি ৫৬ লাখ টাকা বলে জানায় বিজিবি। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে।