জন্মদিনের পরদিন শুটিংয়ে মিম, নায়ক তাহসান

জন্মদিনের আগের রাতে ফটোশুট করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তবে জন্মদিনে ঘর থেকেই বের হননি এই অভিনেত্রী। কিন্তু ঘরে থাকা দীর্ঘ হলো না তাঁর।

জন্মদিনের পরদিন আজ বুধবার সকালে শুটিংয়ে ফিরেছেন মিম। আলোচিত নির্মাতা অনম বিশ্বাসের প্রথম ওয়েব ফিল্ম ‘হোয়াট দ্য ফ্রাই?’-এর শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। এই ওয়েব ফিল্মে মিমের নায়ক জনপ্রিয় অভিনেতা তাহসান রহমান খান।

এসব তথ্য নিশ্চিত করে অনম বিশ্বাস বলেন, সোশ্যাল মিডিয়া লাইফের একটা প্রতিচ্ছবি দেখানো হবে এই ওয়েব ফিল্মে। গল্পটা একজন জনপ্রিয় অভিনেত্রী আর একজন সাধারণ মানুষের। আশা করি, দর্শক উপভোগ করবেন।

নির্মাতা সূত্রে জানা গেছে, ৪০ মিনিট দৈর্ঘ্যের এই ওয়েব ফিল্ম চলতি বছরের শেষে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাবে।

চিত্রনাট্যকার, সুরকার এবং কাহিনিকার অনম বিশ্বাস ২০১৬ সালে ‘আয়নাবাজি’ সিনেমার জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। এ ছাড়া ‘দেবী’ সিনেমা নির্মাণ করে এসেছেন আলোচনায়। বিজ্ঞাপনের পরিচিত মুখ এই নির্মাতা।