ব্যাটিংয়ের শুরুটা ভালোই করেন বাংলাদেশি তারকা তামিম ইকবাল। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না ইনিংসটা বড় করতে। তাঁর ব্যর্থতার দিনে লাহোর কালান্দার্সের ঢাল হয়ে দাঁড়ান মোহাম্মদ হাফিজ। পাকিস্তান তারকার দারুণ ব্যাটিয়ে পিএসএলের এলিমিনেটর ম্যাচে পেশোয়ার জালমিকে হারিয়েছে লাহোর।
করাচিতে গতকাল শনিবার পেশোয়ার জালমিকে ৫ উইকেটে হারায় লাহোর। এই জয়ের মাধ্যমে পিএসএলে নিজেদের টিকিয়ে রাখল লাহোর। অন্যদিকে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল পেশোয়ার।
এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৭০ রান করে পেশোয়ার। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন শোয়েব মালিক। এ ছাড়া ৩১ রান করেন ফাফ দু প্লেসিস।
জবাব দিতে নেমে ১৯তম ওভারে জয় তুলে নেয় লাহোর। ১০ বলে ২ চার ও এক ছক্কায় ১৮ রান করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম। জবাব দিতে নেমে বেশ ভালোভাবেই শুরু করেন তামিম। কিন্তু ইনিংসটা টেনে নিতে পারলেন না। তামিম না পারলেও হাফিজের ব্যাটে সহজেই জয় তুলে নেয় লাহোর। মাত্র ৪৬ বলে ৭৪ রানের ইনিংস খেলেন তিনি।
দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ রোববার মুলতান সুলতানসের মুখোমুখি হবে লাহোর। প্রথম কোয়ালিফায়ারে মূল ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে মুলতানকে হারিয়ে ফাইনালে ওঠে করাচি কিংস। আগামী মঙ্গলবার হবে টুর্নামেন্টের ফাইনাল।