কলাবাগান থানা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

ঢাকা মহানগর উত্তর আওতাধীন কলাবাগান থানা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো: ইব্রাহীম হোসেন ও সাধারণ সম্পাদক মো: সাইফুর রহমান হৃদয় স্বাক্ষরিত ৭১সদস্য বিশিষ্ট এই কমিটি ১৪ নভেম্বর অনুমোদন করেন।

ইতিপূর্বে সম্মেলনের মাধ্যমে কমিটির সভাপতি পদে আসেন আব্দুর রহমান শিমুল ও সাধারণ সম্পাদক মোঃ সাকিব হোসেন।

কমিটি গঠন প্রসঙ্গে কলাবাগান থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাকিব হোসেন প্রভাত নিউজকে বলেন বঙ্গবন্ধুর আদর্শে গড়া পরীক্ষীত কর্মী দিয়ে কমিটি গঠন করা হয়েছে । দীর্ঘ সময় পর্যবেক্ষন করে, যাচাই বাছাই সাপেক্ষে একটি স্বচ্ছ ও প্রগতিশীল ভাবধারার কমিটি করা হয়েছে। ছাত্রলীগের ঘোষিত কমিটিতে কোন বিবাহিত কিংবা ব্যবসায়ী স্থান দেওয়া হয়নি। আশা করি আগামীদিনে রাজপথে ছাত্রলীগ অতীতের মতো জনগনের পাশে থাকবে।