মতিঝিলে ১২ হাজার ইয়াবা নিয়ে নারীসহ গ্রেপ্তার ২

রাজধানীর মতিঝিল থেকে ১২ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টার থেকে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মোছা: সাইদা আক্তার ইতি ও মো: জসিম।

পুলিশ জানায়, ১৪ নভেম্বর ডিবির মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম মতিঝিলের ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত ১টি বাস জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত জসিম ওই বাসের হেলপার। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে।