রাজধানীর টিকাতলীর সুইপার কলোনিতে আগুন

রাজধানীর টিকাতলীর সুইপার কলোনির একটি বাসার ছাদে আগুন লেগে কয়েকটি ঘর পুড়ে গেছে। এক ঘণ্টার মধ্যে আগুন নিভিয়ে ফেলে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

আজ সোমবার বিকেলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার এই তথ্য জানিয়েছেন।

রোজিনা আক্তার বলেন, ‘কলোনির তিন তলা একটি বাসার ছাদে দুপুর ২টা ৪৫ মিনিটে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট একযোগে কাজ শুরু করে বিকেল ৩টা ৩৩ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।’

এই আগুন কীভাবে লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি জানিয়ে রোজিনা আক্তার বলেন, ‘এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে কয়েকটি ঘর পুড়ে গেছে।’