দীপিকা-সারা-শ্রদ্ধা ও রাকুলের বিরুদ্ধে মাদকের প্রমাণ মেলেনি

অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, সারা আলী খান, শ্রদ্ধা কাপুর ও রাকুল প্রীত সিংয়ের বিরুদ্ধে এখনো মাদক সম্পর্কিত কোনো প্রমাণ মেলেনি। এনসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মুম্বাই মিরর।

সম্প্রতি মাদক কাণ্ডে এই চার অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এই সময় মাদক সেবনের বিষয়টি অস্বীকার করেন তারা। এনসিবির এই কর্মকর্তা জানিয়েছেন, ভবিষ্যতে তাদের বিরুদ্ধে মাদক সরবরাহ বা এ বিষয়ে জোরালো কোনো প্রমাণ পাওয়া গেলে আবারো তলব করা হবে।

এই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত আমরা টেকনিক্যাল প্রমাণের ওপর নির্ভর করে তদন্ত করছি। কোনো কিছু বাজেয়াপ্ত করা হয়নি। মাদক ব্যবসায়ীয়দের সঙ্গে তাদের জড়িত থাকার বিষয়টিও এখন পর্যন্ত জানা যায়নি। তাদের জবানবন্দি আদালতে পেশ করা হবে।