জয়পুরহাটে দাম্পত্য কলহের জেরে স্ত্রী মনিকা রানিকে (২৪) পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এরপর তাঁর পাঁচ বছরের শিশু সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়েছেন স্বামী। আজ বুধবার সকালে শয়নকক্ষের চৌকির নিচ থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
অভিযুক্ত ব্যক্তির নাম অনুকূল চন্দ্র (৩৬)। তিনি জয়পুরহাট সদর উপজেলার বেলআমলা গ্রামের বাসিন্দা। নিহত গৃহবধূ মনিকা রানি নওগাঁ জেলার জাগেশ্বর গ্রামের পঞ্চনন মোহন্তের মেয়ে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বলেন, ‘পরিবারের আর্থিক সংকটের কারণে কিছু দিন আগে মনিকা রানি স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নেন। ওই টাকা তাঁর মাদকাসক্ত স্বামী অনুকূল চন্দ্র খরচ করে ফেলেন। ফলে মনিকা সময়মতো ঋণের কিস্তি পরিশোধ করতে পারেননি। এজন্য এনজিও কর্মীরা কিস্তির জন্য তাঁকে বকাবকি করে। এরপর মনিকাও স্বামীকে টাকার জন্য চাপ দেন। ধারণা করা হচ্ছে, এ ঘটনায় স্বামী-স্ত্রী মধ্যে কলহ হয়। তারই জের ধরে গতকাল মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় অনুকূল চন্দ্র তাঁর স্ত্রীকে পিটিয়ে আহত করার পর শ্বাসরোধে হত্যা করে চৌকির নিচে লাশ রেখে দেন। এরপর পাঁচ বছরের শিশু সন্তান অপূর্বকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান।
এ ঘটনায় নিহত মনিকার মা ছবি রানি বাদী হয়ে জয়পুরহাট থানায় অনুকূল চন্দ্রের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।