আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার অ্যালেক্সিস মাক আলিস্তার। ইংলিশ ক্লাব ব্রাইটনে ২০২০ সাল থেকে খেলছিলেন তিনি। তবে ক্লাবটির সঙ্গে সম্পর্কের ইতি টেনে আরেক ইংলিশ ক্লাব লিভারপুলে যোগ দিচ্ছেন ২৪ বছর বয়সী এই প্লে-মেকার।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৮ সালের জুন পর্যন্ত চুক্তিতে লিভারপুল শিবিরে যোগ দিচ্ছেন আলিস্তার। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আলিস্তারের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এরপর অলরেডস শিবিরে তার আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের ঘোষণা আসবে।
গত বছর কাতার বিশ্বকাপের কয়েক সপ্তাহ আগে ব্রাইটনের সঙ্গে চুক্তি নবায়ন করেন আলিস্তার। সেই চুক্তি অনুযায়ী বাই-আউট ক্লজ ৬০ মিলিয়ন পাউন্ডের চেয়ে কিছু কমের শর্ত জুড়ে দেওয়া হয়। এখন স্বাস্থ্য পরীক্ষার পর ব্রাইটন-লিভারপুল দু’পক্ষ আলোচনার মাধ্যমে ডিল সম্পন্ন করবে।
সোমবার (৫ জুন) ইতালিয়ান প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক টুইট বার্তায় জানিয়েছেন, ব্রাইটনের সঙ্গে চুক্তির আরও দুই মৌসুম বাকি ছিল আলিস্তারের। সেই সঙ্গে ছিল চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে নেওয়ার সুযোগও। তবে লিভারপুল আলিস্তারের বাই-আউট ক্লজ পরিশোধ করে দলবদল মৌসুমের প্রথম সাইনিং করবে।
২০২০ সালের মার্চে ব্রাইটনে যোগ দেওয়া আলিস্তারকে পেতে চেষ্টায় নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেডও। কিন্তু আলিস্তার নিজেই লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপের অধীনে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। দলবদলের শুরুতেই প্রথম সাইনিংয়ে বিশ্বকাপজয়ী এই তারকার ইচ্ছে পূরণ করছে লিভারপুল।
এবার মিডফিল্ডকে শক্তিশালী করার জন্য বেশ আটঘাট বেঁধে মাঠে নামছেন অলরেডদের জার্মান কোচ। তার তালিকায় আছে বরুশিয়া বরুসিয়া মনশেনগ্লাডবাখের ফরাসি মিডফিল্ডার মানু কোনে এবং ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ী দলের সদস্য লিলিয়ান থুরামের ছেলে কিফহেন থুরাম (নিসের মিডফিল্ডার)। দুজনেরই বয়স ২২ বছর। দুজনেই ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেলেছেন এবং এ বছর থুরাম জাতীয় দলেও ডাক পেয়েছেন।