এশিয়ায় শক্ত অবস্থানে ভিয়েতনামের অর্থনীতি

করোনাকালীন আর্থিক ক্ষতিকে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে এসেছে বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম। শুধু তাই নয়, কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জনেও সঠিক পথেই রয়েছে বলে জানিয়েছে আন্তজার্তিক মুদ্রা তহবিল- আইএমএফ।

আইএমএফ বলছে, চলতি বছর ভিয়েতনামের জিডিপি প্রবৃদ্ধি ২.৪ শতাংশ হবে বলে ধরা হচ্ছে। উন্নয়ন সহযোগী সংস্থাটি বলছে, করোনাকালে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা করা ও অর্থনৈতিক পতনরোধে দেশটির নেয়া পদক্ষেপগুলো অবশ্যই প্রসংশার দাবিদার। 

ভিয়েতনামের মাত্র ৩৫ নাগরিকের করোনায় মৃত্য হয়েছে আর আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৮ জন। 

আইএমএফ বলছে, সাড়ে ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি নিয়ে আগামী বছর শক্তভাবে ঘুরে দাঁড়াবে ভিয়েতনামের অর্থনীতি। দেশটিতে চলতি বছর প্রবৃদ্ধি অর্জনের গতি কমে এসেছে এবং পর্যটন খাতও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কিন্তু ভিয়েতনামে অর্থনৈতিক ধস নামেনি। 

বলা হচ্ছে, অনেক ধনী দেশের তুলনায় ভিয়েতনামের স্বাস্থ্য সুরক্ষা কাঠামো ততোটা ভালো না হলেও জনস্বার্থে নেয়া পদক্ষেপগুলো ছিল খুবই কার্যকর। আর এতেই দ্রুত সময়ে দেশটিতে বশ মানে মহামারি করোনাভাইরাস।