কলাবাগান বার্তা পত্রিকার অনলাইন সংস্করণ শুরু

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এর জন্মদিন উপলক্ষে কমিউনিটি ভিত্তিক পত্রিকা কলাবাগান বার্তা পত্রিকার অনলাইন সংস্করণ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।

এ উপলক্ষে আজ সন্ধ্যা ৭টায় পান্থপথের করিম চেম্বার এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাবাগান থানা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও ১৬ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম বাবুল ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক নাসির আহমেদ এবং সভাপতিত্ব করেন কলাবাগান বার্তার সম্পাদক মাসুদ করিম।

অনুষ্ঠানের শুরুতেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের একটি ভিডিও বার্তা প্রদর্শন করা হয়। বার্তার মাধ্যমে মেয়র কলাবাগান বার্তার অনলাইন সংস্করণ শুরুকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সরকারী নিয়মকানুন অনুসরন করে পত্রিকা প্রকাশের আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে কলাবাগান এলাকার বিশিষ্ট নাগরিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।