ভারতের উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় ৬ শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মধ্য রাতে প্রতাপগড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রতাপগড়ের পুলিশ সুপার (এসপি) অনুরাগ আরিয়া সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, রাস্তার পাশে দাঁড় থাকা একটি ট্রাককে পেছন থেকে মাহেন্দ্র এসে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ সুপার জানান, নিহতরা সবাই একটি বিয়ের অনুষ্ঠান শেষে কুণ্ডায় নিজ বাড়িতে ফিরছিলো। নিহত শিশুদের বয়স ৭ থেকে ১৫ বছরের মধ্যে। বাকিরা সবাই পুরুষ, যাদের বয়স ২০ থেকে ৬০ বছর পর্যন্ত।
হতাহতদের পরিবারকে সর্বাত্মক সহায়তা করা হবে বলেও জানান তিনি।