দেশে নানামুখী সংকট চলছে। আমরা করোনার কারণে একটা মাস্ক পরি। কিন্তু সরকারের আরও মাস্ক পরা দরকার। তারা নানা ভাইরাসে আক্রান্ত। এ ধরনের ভাইরাস থেকে বাঁচতে সবার উচিত দুর্নীতিবিরোধী মাস্ক পরা।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক পেশাজীবী সমাবেশে এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
অপকর্ম ও ব্যর্থতার জন্য সরকারের লজ্জা হওয়া উচিত মন্তব্য করে নজরুল ইসলাম বলেন, দুর্নীতি, কোভিড মোকাবেলা ও নারী নির্যাতন রোধে ব্যর্থতার জন্য প্রত্যেকেরই মাস্ক পরে মুখ ঢেকে রাখা উচিত। এছাড়া মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দিয়ে জিয়া পরিবারকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। এসব অপপ্রচার কখনো সফল হয়নি, হবে না বলে মন্তব্য করেন নজরুল ইসলাম খান।