নেত্রকোনার পূর্বধলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের বামনখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— হারুন মিয়া (৩৫) ও তারা মিয়া (২৮)। হারুন মিয়া গাজীপুর জেলার কাপাশিয়া উপজেলার চড় আলী নগর গ্রামের আবুল কাসেমের ছেলে। তিনি ওই অটোরিকশার যাত্রী ছিলেন। তারা মিয়া ময়মনসিংহের তারাকান্দা উপজেলার লালমা বিশকা গ্রামের আ. রশিদের ছেলে। তিনি অটোরিকশার চালক ছিলেন।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম জানান, সকালে দুর্গাপুর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা হারুন মিয়া নামের ওই যাত্রীকে নিয়ে ময়মনসিংহ যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২৪০২১৫) সামনে থেকে ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী হারুন মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
এসময় গুরতর আহত হন তারা মিয়া। তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পূর্বধলা হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
পুলিশ পরিদর্শক আরও জানান, দুর্ঘটনায় নিহত হারুন মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।