নাটোরের নলডাঙ্গায় ছিনতাইকারীদের হামলায় অরুণ শর্মা (৬৩) নামে এক বৃদ্ধ ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি নলডাঙ্গা সোনাপাতিল গ্রামের মৃত. কালী মোহন শর্মার ছেলে।
রোববার (২২ নভেম্বর) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন নাটোরে পুলিশ সুপার লিটন কুমার সাহা।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি নজরুল ইসলাম জানান, শনিবার রাত ৯টার দিকে অরুণ শর্মা নলডাঙ্গা বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সোনাপাতিল গ্রামে তার নিজ বাড়িতে ফিরছিলেন। পথে নলডাঙ্গা ব্রিজ পার হলে পেছন থেকে লোহার রড দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা। এ সময় অরুন শর্মা গুরুতর জখম হয়ে রাস্তায় পড়ে যান। এ সময় তার কাছে থাকা প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ওসি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। পাশাপাশি ছিনতাইকারীদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ।