অনলাইন নিউজ পোর্টাল প্রভাত নিউজ ডট কম এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। গতকাল ২১ নভেম্বর প্রভাত নিউজের পাঁচ বছর পূর্তি হয় । এ উপলক্ষে পত্রিকার বাংলামটরস্থ কার্যালয়ে কেক কেটে উদযাপন করা হয়।
প্রভাত নিউজ ডটকম এর সম্পাদক ও প্রকাশক সরকার হাবিব এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রভাত নিউজ এর চেয়ারম্যান ও ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম বাবুল, দৈনিক বাংলা ও দৈনিক গনকন্ঠ পত্রিকার সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু, নাট্যপরিচালক এম সাখাওয়াত হোসেন, লেখক, কবি ও পরিচালক রেজা ঘটক, পরিচালক পিন্টু সাহা ও অনেক শুভানুধ্যায়ীরা। এ ছাড়াও উপস্থিত ছিলেন নিউজ জি এর বার্তা সম্পাদক সুমন মোস্তফা।
বক্তারা আশা প্রকাশ করেন, দীর্ঘ ৫ বছর প্রভাত নিউজ দেশ এবং মানুষের কল্যাণে কাজ করে আসছে। পাঠকদের আস্থা, ভালোবাসায় ৫ বছর পার করে ৬ষ্ঠ বছরে পদার্পণ করতে যাচ্ছে। দীর্ঘ ৫ বছর পাড়ি দিতে প্রভাত নিউজ সবসময় মুক্তিযুদ্ধের চেতনায় সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ সামনে নিয়ে এসেছে। ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে অবিচল থাকবে বলে আশা প্রকাশ করেন। এসময় বক্তারা প্রভাত নিউজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উল্লেখ্য যে, গত পাঁচ বছর পূর্বে বর্তমান ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস প্রভাত নিউজের শুভ উদ্বোধন করেছিলেন।