রাজবাড়ীতে প্রাইভেটকার চাপায় শিশুর মৃত্যু

রাজবাড়ীর বাগমারা এলাকায় প্রাইভেটকার চাপায় শরিফুল মোল্লা নামে ৬ বছরের এক শিশু মারা গেছে।

রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। শরিফুল মোল্লা রাজবাড়ী সদর উপজেলার বাগমারা এলাকার মোরশেদ মোল্লার ছেলে। 

রাজবাড়ী থানার উপ পরিদর্শক মো. আইনুল ইসলাম বলেন, সকালে রাজবাড়ী -কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার শিশুটিকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।