২৪ ঘণ্টার ব্যবধানে ৩ ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লেখালেন সাকিব

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। রাজনৈতিক জটিলতার কারণে তার দেশে ফেরাও অনিশ্চিত। তাই ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত সময় পার করছে তিনি। এবার ২৪ ঘণ্টার ব্যবধানে তিন লিগে নাম লিখিয়েছেন তিনি।

বুধবার (১৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের গ্লোবাল লিগ, ইন্ডিয়ান হ্যাভেন লিগ ও আবুধাবি টি-টেন লিগে দল পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

আবুধাবি টি-টেন লিগে সাকিব খেলবেন টুর্নামেন্টের নতুন দল রয়্যাল চ্যাম্পসে। ইনস্টাগ্রাম পোস্টে এই খবর নিশ্চিত করেছে রয়্যাল চ্যাম্পস।

বাংলাদেশে জুয়ার বিজ্ঞাপন প্রচার বন্ধ করেছে ক্রিকইনফো: তৈয়্যব

রয়্যাল চ্যাম্পস তাদের পোস্টে লিখেছে, গ্লোবাল লিজেন্ড অ্যালার্ট! সাকিব আল হাসান এখন রয়্যাল চ্যাম্পস পরিবারে যোগ দিয়েছেন। একজন সত্যিকারের অলরাউন্ডার, ম্যাচ উইনার, এখন তিনি টি–টেন লিগের সদস্য।

এ ছাড়া গ্লোবাল লিগে সাকিব খেলবেন হিউস্টন রাইডার্সের হয়ে। আর প্রথমবার হতে যাওয়া ইন্ডিয়ান হ্যাভেন লিগে বাংলাদেশি অলরাউন্ডার কোন দলে খেলবেন, সেটি এখনও জানা যায়নি।