ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির দুইদিনের কর্মসূচি

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি কর্তৃক গঠিত ‘মওলানা ভাসানী মৃত্যূবার্ষিকী পালন জাতীয় কমিটি’র উদ্যোগে দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে রোববার (১৬ নভেম্বর) ঢাকায় আলোচনা সভা এবং সোমবার (১৭ নভেম্বর) টাংগাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজার জিয়ারত, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও আলোচনা সভা।

রোববার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির সদস্য সচিব শামসুজ্জামান দুদু। এ ছাড়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

আলোচনা সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের অনুরোধ জানানো হয়েছে।

এর বাইরে, সব জেলা ও মহানগর এবং উপজেলা পর্যায়ে দিবসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য অনুরোধ করা হয়েছে।