শেখ ফজলে ফাহিমকে ফিরোজ আলম সুমন এর শুভেচ্ছা

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিম পুনরায় কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএসিসিআই) ভাইস-প্রেসিডেন্ট ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রেসিডিয়াম মেম্বার নির্বাচিত হওয়ায় আলকাদেরিয়া লিমিটেড এর চেয়ারম্যান ফিরোজ আলম সুমন শুভেচ্ছা জানিয়েছেন।

গতকাল ২৩ নভেম্বর এফবিসিসিআই কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এফবিসিসিআই সদস্য ফিরোজ আলম সুমন। শুক্রবার (২০ নভেম্বর) ক্লাউড কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত সিএসিসিআইয়ের ৯২তম কাউন্সিল মিটিংয়ে তাকে এ পদে পুনর্নির্বাচিত করা হয়।