গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। নাওজোরের ইসলামপুর-নাওজোড় সংযোগ সড়কের মাথায় আজ মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে একজন হলেন অটোরিকশার চালক নাজিম উদ্দিন (২২)। অন্যজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন।
পুলিশ জানিয়েছে, ভোরে ইসলামপুর রোড থেকে অটোরিকশায় একজন যাত্রী নিয়ে মহাসড়কের উল্টোপথে যাচ্ছিলেন চালক নাজিম উদ্দিন। হঠাৎ অটোরিকশাটি উল্টে গেলে যাত্রীসহ চালক মহাসড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় একটি দ্রুতগতির ট্রাক তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠায়।