রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৭

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ৪৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

ডিমপির জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

ওয়ালিদ হোসেন বলেন, ‘(গতকাল) মঙ্গলবার সকাল ৬টা থেকে (আজ) বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করে নিয়েছে।’

ওয়ালিদ হোসেন আরো বলেন, ‘অভিযানকালে গ্রেপ্তার করা ব্যক্তিদের কাছ থেকে ১৩ হাজার ২০৩ পিস ইয়াবা, ২১৫ গ্রাম হেরোইন, এক কেজি ৮৫৫ গ্রাম গাঁজা, ২০টি বিয়ার ক্যান ও ৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।’

গ্রেপ্তার করা ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে ৪৩টি মামলা করেছে বলেও জানিয়েছেন ওয়ালিদ হোসেন।