বাকৃবির আমবাগান থেকে অটোচালকের লাশ উদ্ধার

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাস থেকে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসের আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত দুলাল (৩৫) জেলার তারাকান্দা উপজেলার পশ্চিম সাধুপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি শম্ভুগঞ্জ এলাকায় ভাড়ায় অটোরিকশা চালাতেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ ফারুক হোসেন আজ বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, রাতে পুলিশ খবর পেয়ে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের শরীরে ধারালো চাকুর আঘাত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।