বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের নবম ম্যাচে আজ বুধবার মুখোমুখি হয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী ও গাজী গ্রুপ চট্টগ্রাম। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত সফল দুদল রাজশাহী-চট্টগ্রাম। আসরে নিজেদের প্রথম তিন ম্যাচের তিনটিতেই জিতেছে গাজী গ্রুপ চট্টগ্রাম। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে আছে মোহাম্মদ মিঠুনের দল।
অন্যদিকে ছন্দে আছে রাজশাহীও। তিন ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে শান্তর দল। চার পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে তাঁদের অবস্থান। আজ চট্টগ্রামকে হারিয়ে শীর্ষস্থান দখলের মিশনে নেমেছে রাজশাহী। অন্যদিকে চট্টগ্রামের লক্ষ্য আরেকটি জয় দিয়ে নিজেদের এগিয়ে নেওয়া।
মিনিস্টার গ্রুপ রাজশাহী : মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, আরাফাত সানি, ইবাদত হোসেন, ফজলে রাব্বি, রনি তালুকার, আনিসুল ইসলাম ইমন, রেজাউর রহমান, জাকের আলি অনিক, রকিবুল হাসান সিনিয়র, মুকিদুল ইসলাম মুগ্ধ ও সানজামুল ইসলাম।
গাজী গ্রুপ চট্টগ্রাম : লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, জিয়াউর রহমান, শামসুর রহমান শুভ, নাহিদুল ইসলাম, সৈকত আলি, মুমিনুল হক, রাকিবুল হাসান জুনিয়র, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয় ও মেহেদী হাসান।