শক্ত প্রতিপক্ষের বিপক্ষে নেইমারের জোড়া গোলে রক্ষা পেল পিএসজি। ঘুরে দাঁড়িয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে প্যারিসের ক্লাবটি। এই জয়ের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল টমাস তুখেলের দল।
গতকাল বুধবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে ‘এইচ’ গ্রুপের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। নেইমারের পাশাপাশি বাকি গোলটি করেছেন আরেক ব্রাজিলিয়ান তারকা মার্কিনিয়োস। আর প্রতিপক্ষের হয়ে একমাত্র গোলটি করেন মার্কাস র্যাশফোর্ড।
এর আগে প্রথম লেগে ম্যানইউর কাছে ২-১ গোলে হেরেছিল পিএসজি। এবার প্রতিপক্ষের মাঠে ওই হারের প্রতিশোধ নিল ফরাসি চ্যাম্পিয়ানরা।
এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় পিএসজি। ষষ্ঠ মিনিটে কিলিয়ান এমবাপ্পের শট বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে চলে যায় ডান দিকে। সেখানে ছিলেন নেইমার। সুযোগ হাতছাড়া না করে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন বিশ্বের সবচেয়ে দামি ফরোয়ার্ড।
পাল্টা আক্রমণে ৩২ মিনিটে সমতায় ফেরে ম্যানইউ। মার্সিয়ালের শট পিএসজি গোলরক্ষক ঠেকানোর পর পেয়ে যান র্যাশফোর্ড। ডি-বক্স থেকে জোরালো শট নেন তিনি। এরপর পোস্ট ঘেঁষে বল জালে চলে যায়।
৬৯ মিনিট পর মার্কিনিয়োসের গোলে স্বস্তি ফেরে পিএসজি শিবিরে। সতীর্থের পাস ধরে সহজেই গোল আদায় করে নেন তিনি। আর শেষের দিকে আরেকটি গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন নেইমার। ফলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসি ক্লাবটি।
পাঁচ ম্যাচ খেলে সমান ৯ পয়েন্ট করে আছে পিএসজি, ম্যানইউ ও লাইপজিগের। এর মধ্যে শীর্ষে পিএসজি। দুইয়ে ম্যানইউ আর তিনে আছে লাইপজিগ। চারে আছে ইস্তানবুল বাসাকসেহির।