বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে না ওয়েস্ট ইন্ডিজ!

বাংলাদেশের বিপক্ষে জানুয়ারিতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগ্রহী নয় ওয়েষ্ট ইন্ডিজ। এমন খবর চাউর হয়েছে ক্রিকেটপাড়ায়। যদিও বিসিবি এখনো এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। বাংলাদেশের বিপক্ষে টেস্ট আর ওয়ানডে সিরিজে আইসিসি’র ইভেন্টের অংশ টি-টোয়েন্টি নয়। তাই ক্রিকেট বোর্ডকে টি-টোয়েন্টি সিরিজ বাদ দিতে নাকি চিঠিও দিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।  

নতুন বছরের শুরুতেই ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন। লম্বা সময় পর বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ উপভোগে চাতক পাখির মতো প্রতীক্ষায় ক্রিকেট পিয়াসুরা। এরইমধ্যে বাংলাদেশের কোভিড সুরক্ষা ব্যবস্থা পর্যাবেক্ষণ করে ইতিবাচক মনোভাব জানিয়ে গেছে ক্যারিবীয় প্রতিনিধিরা। 

জানুয়ারিতে খেলা কিন্তু এখনো চূড়ান্ত হয়নি দ্বিপাক্ষিক সিরিজের সূচি। কিন্তু কেন? প্রশ্নটা উঠতেই পারে। ক’দিন আগে শোনা গিয়েছিল, ৩ ম্যাচের টেস্ট সিরিজের একটি টেস্ট কমাতে নাকি বিসিবিকে চিঠি দিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড! 

আসলে তা নয়। এক মাস পর যখন সিরিজ মাঠে গড়াবে, তার আগে সূচি নির্ধারণ না হওয়ায় খবর মিলেছে ভিন্ন কিছুর। ওয়েষ্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড খুব করে চাইছে, ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যেন বাদ দেয়া হয়। কারণ বাংলাদেশ সফরে সমান ৩টি করে টেস্ট ও ওয়ানডে ম্যাচ খেলবে তারা। টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের মধ্যে অন্তর্ভূক্ত আর ওয়ানডে সিরিজ মূলত ২০২৩ ভারত বিশ্বকাপের বাছাইপর্বের অংশ। তাই ওয়ানডে আর টেস্ট সিরিজ খেলতে আগ্রহী ক্যারিবীয়রা। টি-টোয়েন্টি নয়।  

করোনাকালে টানা ক্রিকেটের মাঝে উইন্ডিজরা। বতর্মানে তারা নিউজিল্যান্ডে টি-টোয়েন্টির পর টেস্ট সিরিজ খেলছে। তার আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ ছাড়াও দলের বেশিরভাগ ক্রিকেটাররা বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত ছিলো। নিউজিল্যান্ডে লম্বা সফরের পর বাংলাদেশ সফরটিও বেশ লম্বা। তাই বাংলাদেশের বিপক্ষে টেস্ট আর ওয়ানডে সিরিজ খেলতে আগ্রহী ক্যারিবীয়রা।

উইন্ডিজরা যখন ব্যস্ত সূচির অজুহাতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চাইছে না, তখন বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের সিরিজ। দ্বিপাক্ষিক সিরিজ হওয়ায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বল বিসিবির কোর্টে হওয়ায় সিদ্ধান্ত নিতে বেশ ভাবনায় পড়েছেন দেশের ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকরা।