আবারও হার, ৩০ বছরে এমন হাল হয়নি বার্সার

স্প্যানিশ লা লিগায় অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ কাদিজের মাঠে ২-১ গোলে হেরে এসেছে বার্সেলোনা। এতে ৩০ বছরে সবচেয়ে বাজে শুরু হলো কাতালান দলটির। 

শনিবার স্তাডিও র‌্যামন ডি কারানজায় এই হারের পর বার্সার মোট পয়েন্ট ১০। সবশেষ ১৯৮৭/৮৮ মৌসুমে প্রথম ১০ ম্যাচে ১৩ পয়েন্ট তুলেছিল ব্রাউগ্রানারা।  

শক্তির বিচারে অনেক এগিয়ে থাকলেও ১৫ বছর পর লা লিগায় ফেরা দলটার সঙ্গে পেরে ওঠেনি রোনাল্দ কোম্যানের দল। 

এদিন ম্যাচের ৮ মিনিটে আলভারো হিমেনেসের গোলে লিড নেয় কাদিজ। 

৫৭ মিনিটে পেদ্রো আলকালার আত্মঘাতী গোলে সমতায় ফেরে সফরকারীরা। লিওনেল মেসির বাড়ানো বল পেয়ে শট নেন জরদি আলবা। যদিও তা কাদিজের স্প্যানিশ ডিফেন্ডার পেদ্রোর পা লেগে জালে জড়ায় বল। 

৬৩ মিনিটে আলভারো নেগ্রেদোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কাদিজ। এই জয়ে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে কাদিজ। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে বার্সেলোনা।

আগের ম্যাচে ভায়াদোলিদকে ২-০ ব্যবধানে হারিয়ে ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অ্যাতলেটিকো মাদ্রিদ।