খারাপ সময়ের মধ্য দিয়ে চলতে থাকা রিয়াল মাদ্রিদ আরো একবার হারতে বসেছিল। তবে শেষ পর্যন্ত কোনো অঘটন ঘটেনি। প্রতিপক্ষের গোলরক্ষকের করা আত্মঘাতী গোলে সেভিয়ার বিপক্ষে জিতল জিনেদিন জিদানের দল।
গতকাল শনিবার লা লিগার ম্যাচে সেভিয়াকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সেভিয়ার হয়ে আত্মঘাতী গোল করে ব্যবধান গড়ে দেন গোলরক্ষক ইয়াসিন বোনো।
এদিন সেভিয়ার মাঠে খুব একটা আগ্রাসী মনোভাব দেখা যায়নি রিয়ালের। উল্টো একের পর আক্রমণে রিয়ালকে কোণঠাসা করে রেখেছিল স্বাগতিকেরা। ম্যাচের ৬৪ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখে সেভিয়া। আক্রমণও রিয়ালের চেয়ে বেশি করে। পুরো ম্যাচে অতিথিদের ডি-বক্সে ১২ বার অন টার্গেট শট নেয় সেভিয়া। যদিও কাজে আসেনি একটিও।
এর মধ্যেই ভাগ্যের ছোঁয়ায় গোল পেয়ে যায় রিয়াল। ম্যাচের ৫৫ মিনিটে সেভিয়া গোলরক্ষকের ভুলে এগিয়ে যায় সফরকারীরা। বেনজেমার পাস ধরে সেভিয়ার ডি-বক্সে বল বাড়ান মঁদি। তখন গোলের লাইনেই ছিলেন বোনো, কিন্তু বল হাতে না জমিয়ে উল্টো তাঁর পায়ে লেগে চলে যায় পোস্টের ভেতরে।
শেষের দিকে রক্ষণ আগলে খেলে ১-০ গোলের ব্যবধান ধরে রিয়াল। ফলে প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারে জিদান শিষ্যরা।
চলতি লিগে ১১ ম্যাচে ষষ্ঠ জয় তুলে নেওয়া রিয়াল ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। ১৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে সেভিয়া। ২৬ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ।