বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাশরাফী বিন মুর্তজাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে একাধিক দল। সবার আগে ফরচুন বরিশাল বাংলাদেশ দলের সাবেক অধিনায়ককে নিজেদের করে নিতে আবেদন করেছিল। এরপর জেমকন খুলনা ও মিনিস্টার গ্রুপ রাজশাহীও অভিজ্ঞ এই পেসারকে দলে ভেড়াতে চাচ্ছে। এমন পরিস্থিতিতে সুখবর মাশরাফি ভক্তদের জন্য। বিপ টেস্টে পাস করেছেন তিনি। লটারির পর দল নিশ্চিত হয়ে গেলেই মাঠে দেখা যাবে তাকে।
রোববার সকালে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ট্রেনার তুষার কান্তি হাওলাদারের কাছে রিপোর্ট করেন মাশরাফি। এর পর নেয়া হয় বিপ টেস্ট।
দুপুরে তুষার কান্তি বলেন, ‘বিপ টেস্টে পাস করেছেন মাশরাফী। খেলার মতো ফিট রয়েছেন তিনি।’
এদিন মাশরাফী বলেন, ‘ শুনেছি চারটি দল আমার প্রতি আগ্রহ দেখিয়েছে। সকালে এসে বিপ টেস্ট ও করোনা টেস্ট দিয়েছি।’
টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট শুরুর আগে জানা যায় হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়েছেন ডান-হাতি এই পেসার। তবে চিকিৎসকরা জানায়, দ্রুত সেরে উঠবেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছিল, ড্রাফটে না থাকলেও ইনজুরি কাটিয়ে উঠলে যেকোনও দলে খেলতে পারবেন মাশরাফী। যদি একাধিক দল তাকে নিতে আগ্রহী হয় সেক্ষেত্রে লটারির মাধ্যমে তার দল চূড়ান্ত করা হবে।