বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে পাঁচ ম্যাচ খেলে ফেলেছেন তামিম ইকবাল। ফরচুন বরিশালের অধিনায়কের দায়িত্ব পালনও করছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। দলের আইকন ক্রিকেটারও তামিম ইকবাল। দলে তার মতো অভিজ্ঞ একজনের উপস্থিতি থাকার পরও ফরচুন বরিশালের অবস্থান পয়েন্ট টেবিলে সবার শেষে।
গত পাঁচ ম্যাচে তামিম খেলেছেন একটা অর্ধশতকের ইনিংস (৭৭*)। এছাড়া বাকি চার ম্যাচে ৩২, ৩১, ৩২ ও ১৫ রান। তামিমের আফসোস এই ইনিংসগুলো যদি আরেকটু বড় করা যেত তবে দলের ফলাফল পালটে যেত।
‘আমার রোল দেখেন, মোটেই যথেষ্ট নয়। তবে এই টুর্নামেন্টে আমার ব্যাটিং যতটুকু করেছি, আমার মনে হয় আমি ভালো ব্যাটিং করেছি। শেষ ৩ ম্যাচে ত্রিশের কোটায় আউট হয়ে যাওয়া আমার কাছে আন এক্সেপ্টেবল। স্পেশালি যে টিমে আমি খেলছি, যেখানে আমার পারফরম্যান্সটা অনেক ম্যাটার করে, সেখানে আমি যদি ৩০ করে আউট হয়ে যাই, এটা অপরাধ। এই ত্রিশগুলা যদি আমি ৫০ বা ৬০ করতাম, এটলিস্ট ৩টার মধ্যে যদি একটাও করতাম, তাহলে হয়তো বা ফলাফল অন্যরকম হতে পারতো।’
এদিকে পাঁচ ম্যাচে এক জয় পেয়ে তলানিতে থাকা বরিশাল ঘুরে দাঁড়াতে চায়। এর জন্য অপেক্ষা মাশরাফী বিন মোর্ত্তজার। এরই মধ্যে দলটি মাশরাফীকে পেতে আবেদন জানিয়েছে বিসিবির কাছে। শুধু বরিশালই নয়, আরও দুটি দল চায় মাশরাফীকে। তাই এটি নিষ্পত্তি হবে লটারিতে।
‘আমি যতটুকু জেনেছি, তিনটা টিম মাশরাফী ভাইয়ের প্রতি ইন্টারেস্টেড। উনি কোন টিমে খেলবেন এটা তো বলা কঠিন। যদি আমাদের টিমে হয়, উনার মতো অভিজ্ঞ খেলোয়াড় যদি খেলে, অবশ্যই ভালো। যে টিমেই উনি খেলুক না কেন। একটা জিনিস মাথায় রাখতে হবে উনি অনেকদিন পর খেলায় ফিরছেন। বাট একটা কথা মাশরাফী ভাইয়ের মতো খেলোয়াড় আমার টিমে থাকুক বা অন্য যেকোনো টিমে থাকুক, তা দলের জন্য ভালো।’