মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পিকআপভ্যানের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। উপজেলার বাউশিয়া লেংটার রাস্তার মোড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ সোমবার সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া এলাকার মোহন মিয়া (৫০) ও কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার মোঃ নূরুল ইসলাম (৭০)।
গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সালাহ উদ্দিন জানান, আজ সকাল পৌনে ৭টার দিকে বাউশিয়া লেংটার রাস্তার মোড় এলাকায় চট্টগ্রামগামী একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই দুই পথচারী নিহত হন।
মোঃ সালাহ উদ্দিন আরো জানান, দুর্ঘটনার পরই পিকআপভ্যানের চালক পালিয়ে যায়। তবে পিকআপভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।